আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Thursday 14 May 2009

New Bengali Literary Organisation at Guwahati

বাংলা সাহিত্য ও সংস্কৃতি সমাজ , গুয়াহাটি'
গুয়াহাটিতে গেল ১০ মে, ০৯ তারিখে এক নতুন বাংলা সাহিত্য  সংগঠন গড়ে উঠেছে। নাম 'বাংলা সাহিত্য ও সংস্কৃতি সমাজ , গুয়াহাটি'। এর সভাপতি ঊষা রঞ্জন ভট্টাচার্য ( আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ) এবং সম্পাদক এক করিত্কর্মা ছেলে আমার নতুন বন্ধু  সৌমেন ভারতীয়া। এতে আর আছে অঞ্জলি লাহিড়ি, কুলদাকুমার ভট্টাচার্য, গৌতম বন্দোপাধ্যায় আরো অনেকে। ব্রহ্মপুত্র উপত্যকাতে বাঙালিদের হররোজ এক সংগঠন গড়ে উঠে এবং পরদিন ভাঙে। কিন্তু এর নেতৃ্ত্বে যারা আছেন তাদের দেখে মনে হচ্ছে এটি টেকবার জন্যেই জন্মেছে। সৌ্মেন দীর্ঘদিন ধরে ভিকি পাব্লিকেশন নামে এক প্রকাশনা সংস্থা চালাচ্ছে, গেল ক'মাস ধরে 'ব্যতিক্র্ম' নামে এক কাগজ চালাচ্ছে । আর উষারঞ্জন গুয়াহাটিতে সাহিত্য  সংস্কৃতি নিয়ে প্রায় সব আয়োজনের পেছনে থাকেন । অসম সাহিত্য সভা যদিও রা্জ্যের সব জনগোষ্ঠিকে নিয়ে চলতে চায় বলে দাবি করে তবু এরা যে বাঙালিদের  জন্যে কিছু করেনি এই কথা বুঝি সংগঠনের নেতারা ঘটা করেই সেদিন কাগজে বলেছেন ।১৮৯৫ সালে গুয়াহাটিতে আর্য নাট্য সমাজ বলে এক সংগঠন ছিল।এ ছাড়াও বিভিন্ন সময় এই উপত্যকাতে  গৌহাটি বঙ্গীয় সাহিত্য পরিষদ, প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন, গুয়াহাটি রবীন্দ্র পরিষদ ইত্যাদি নামে বেশ কিছু সংগঠন ছিল। এ কথা নতুন সংগঠনের জন্ম  সংবাদ থেকে জানা গেল। তবে ১৯৬৮ পর বোধহয় দীর্ঘদিন এমন কিছু ছিল না। সেদিক থেকে এ এক বড় উদ্যোগ বলতেই হবে । আমি এর দীর্ঘায়ু কামনা করি । 

No comments: