আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Thursday 22 November 2012

আপোনার জলছবি




“ খাঁচার ভিতরঅচিন পাখি কেমনে আসে যায়।/ ধরতে পারলে মন- বেড়ি দিতাম পাখির পায়/ আট কুঠুরি নয় দরজা আঁটা মধ্যে মধ্যে ঝলকা কাটা/ তার উপরে সদর কোঠা আয়না মহল তায়।”  --লালন ফকির
                                                                       মূল অসমিয়াঃ স্নেহাংকর চক্রবর্তী 
                                                                                        ( বইঃ 'উশাহ')














য়নার সামনে দাঁড়িয়ে দেখি
নিরাভরণ ঘরখানার দোয়ার খিড়কি

অনাদির থেকে অনন্তঅব্দি লেগেছে আগুন 
চুলোটার দিকে চোখ গেল

তলানিতো দেখি ঠেকেই না পায়

এক সমূদ্র অন্ধকারের  মধ্যে 
হঠাৎ
দেখি একবিঘৎ   ভাসমান
গভীর ...উজ্জ্বল আগুন

ঘরের চুলো আর গৃহস্থ ...
ভেতর ঘরে জ্বলন্ত বাতি 
আর মূল দোয়ার দিয়ে  আয়াসে
আসা যাওয়া  করলেই

আয়নাতে  ভেসে উঠে
আপনার  জলছবি

ছবির  ভেতরেও ছবি
পানিতেই
আপোনার ভিতরেও আপনি



 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আপোনাৰ জলছবি 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



আইনাৰ সন্মুখত থিয় হৈ চালোঁ
নিৰাভৰণ ঘৰখনৰ দুৱাৰ খিৰকী

অনাদিৰ পৰা অনন্তলৈ জুই লগা
চৌকাটোলৈ চকু গ’ল

থাউনিচোন পোৱাই না যায়

এসাগৰ এন্ধাৰৰ মাজত
হঠাৎ
দেখিলোঁ এচমকা  ভাসমান
গভীৰ ...উজ্জ্বল জুই

ঘৰৰ চৌকা আৰু গৰাকী...
ভিতৰ কোঠাত জ্বলি থকা চাকি
আৰু মূল দুৱাৰৰে আয়াসতে
অহা-যোৱা কৰিলেহে

আইনাত ভাহি উঠে
আপোনাৰ জলছবি

ছবিৰ ভিতৰতো ছবি
পানীতেই
আপোনাৰ ভিতৰতো আপুনি
(c) Picture:ছবি

No comments: