আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Saturday 15 February 2020

রাতের কবিতা




 মূল অসমিয়া : হেমাঙ্গ দত্ত

















‘আঁধারে ঢাকা দিনেও কি গাওয়া হবে গান?
নিশ্চয় গাওয়া হবে আঁধারে ঢাকা সময়ের গান’
                                    বের্টোল্ট ব্রেখট

মেঘের কবিতা ভেজাতে পারে না ধুলো
অথচ মেঘ তা পারে


শস্যের কবিতায় একবেলাও ভরে না পেট
অথচ শস্যে ভরে

বাতাসের কবিতা মুছে দিতে জানে না কপালের ঘাম
অথচ বাতাস জানে

রাত্রি উপহার দিতে পারে না সূর্য
কিন্তু রাতের কবিতা পারে


মূল অসমীয়া

‘এন্ধাৰে আৱৰা দিনতো গোৱা হ’বনে গান?
নিশ্চয়, গোৱা হ’ব এন্ধাৰে আৱৰা দিনৰ গান’
বের্ট’ল্ট ব্রে’ষ̖

ডাৱৰৰ কবিতাই তিয়াব নোৱাৰে ধূলি
অথচ ডাৱৰে পাৰে

শইচৰ কবিতাই নোজোৰে এসাজ
অথচ শইচে জোৰে

বতাহৰ কবিতাই মচিব নেজানে কপালৰ ঘাম
অথচ বতাহে জানে

ৰাতিয়ে উপহাৰ দিব নোৱাৰে সূর্য
কিন্তু ৰাতিৰ কবিতাই পাৰে।

No comments: