আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Wednesday 2 September 2020

ফেসবুক লাইভে নানা প্রসঙ্গ

তরঙ্গবার্তা

 ম্প্রতি অতিমারির দিনে ফেসবুক লাইভে বলাবলি বেশ জনপ্রিয় হয়েছে। আমাকেও এখানে ওখানে থাকতে হয়েছে। কখনো সরাসরি বক্তৃতাতে। কখনো আলোচনাতে। সেগুলো এখানে রাখছি।

১) প্রথম আলোচনা ‘তরঙ্গবার্তা’র উদ্যোগে। বিষয় ছিল 👉 আসাম চুক্তি, নাগরিকত্ব ও সাম্প্রদায়িকতা: প্রেক্ষাপট, বর্তমান এবং ভবিষ্যত’। 

এখানে রইল। 👇

 

 

২) দ্বিতীয় আলোচনারও আয়োজ়ক তরঙ্গবার্তাই ছিল। রবীন্দ্রনাথের জন্মদিনে।  বিষয় ছিলরবীন্দ্রনাথের গান কানে শুনে প্রাণে ভরেছিলেন বিজয়া চৌধুরী: এক অসম কন্যার জীবন এবং কর্ম কাহিনি । সেটি রইল এখানে 👇



 

 


১৯শে মে ‘ভাষা শহিদ দিবসে’র আগের দিনে ১৮ মে সন্ধ্যাতে একটি আন্তর্জাতিক আলোচনা চক্র হয় ।
আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয় :: দুয়োরে খিল। টান দিয়ে তাই খুলে দিলাম জানলা’ --এই শিরোনামে আলোচনা সভায় আয়োজক ছিলেন, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। তাঁর সঙ্গে সঞ্চালনাতে সহযোগ করেন লেখক- সাংবাদিক অরিজিৎ আদিত্য। অসম বাংলা বাংলাদেশ, ভারতের বাকি প্রদেশ এবং পশ্চিমা বিশ্বের জনা পনেরো প্রবাসী এই আলোচনাতে যোগ দেন। এবং নানা দিক থেকে দিনটির তাৎপর্য, ভাষার সমস্যা, ভাষার অধিকার নিয়ে কথা বলেন। গুরুত্ব বোঝে আলোচনাটি এখানে তুলে রাখা গেল।

 

 

 

 

 

 

আরেকটি আলোচনা সভা বসে ঠিক তার পরের দিন, অর্থাৎ ১৯শে মে রাতে। আয়োজন করে বাংলাদেশের 'ঐহিক'। ছবির ক্যাপশনে ‘স্মরণ ও শ্রদ্ধায় ১৯মে’ লেখাটিতে ক্লিক করলেই ভিডিওতে পৌঁছানো যাবে।

স্মরণ ও শ্রদ্ধায় ১৯মে

 
 
 ২৭ মে,২০২০ তারিখে জটিল রোগে ভোগে অকালে চলে যায় আমাদের বন্ধু, সমাজকর্মী, পরিবেশ কর্মী এবং সাংবাদিক পীষুষ কান্তি দাশ। তাঁর স্মরণে ধারাবাহিক আলোচনা সভার আয়োজন করেছিল  ‘ওপিনিয়ন মুভার্স’ ‘স্মৃতিতে পীযূষ’  শিরোনামে। এর দ্বিতীয় পর্বে ৩১ মে তারিখে আমি ছিলাম। সাংবাদিক প্রণবানন্দ দাসের সঙ্গে। সেটিও ছবির নিচের ক্যাপশনে ক্লিক করে শুনতে পারেন। 
স্মৃতিতে পীযূষ’-২য় পর্ব
এই দুই ভিডিও-তেই আমার দিক থেকে নেট সমস্যা ছিল।  ওপিনিয়ন মুভার্সেরই পরের আলোচনা যেটিতে আমি ছিলাম সেটি অনুষ্ঠিত হয় ২১ জুলাই, ২০২০-এ। আমার সঙ্গে ছিলেন অরুণাংশু ভট্টাচার্য। এটিও সরাসরি শুনা যাবে নিচের ক্যাপশনে ক্লিক করে। অথবা ইউট্যুব রইল তার নিচে। 
 


 

 

আপাতত শেষ আলোচনা সভা যেটিতে ছিলাম, এর আয়োজ়ক ‘জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কঅনুষ্ঠিত হয় ৩১শে আগস্ট, ২০২০, সোমবার, রাত ৮টায়বিষয় ছিল অসমের ভয়াবহ অভিজ্ঞতার আলোকে CAA, NPR, NRCআমি ছাড়াও ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক সুশীল মান্ডি এবং জননেতা সুনীল সরেন। কিন্তু তাঁরা দু’জনেই নেট সমস্যাতে যোগ দিতে পারেন নি। সঞ্চালনা করেন শরদিন্দু উদ্দীপন। ছবির ক্যাপশনে ক্লিক করে এতেও পৌঁছানো যাবে। 

অসমের ভয়াবহ অভিজ্ঞতার আলোকে CAA, NPR, NRC