ছবি ১ |
ফটোশপে বাংলা লেখা একটা সমস্যা। সরাসরি লেখা যায় না। অনেকেই লিপঅপিস আদিতে বাংলা লিখে কপি পেষ্ট করেন। বা ডিটিপি কী বোর্ড ব্যবহার করে কাজ চালান। অভ্র কী বোর্ড ব্যবহার করে সহজেই আপনি লিখতে পারেন। উপায়টি এখানে বলে দিচ্ছি। আপনি যেভাবে ফটোশপে লেখেন, সেভাবেই লিখতে পারেন। শুধু অভ্র কী বোর্ডের ব্যবস্থাপনাতে (সেটিংস) সামান্য পরিবর্তন আনতে হবে যতক্ষণ আপনি ফটোশপে কাজ করছেন।
আপনাকে যেটি করতে হবে, অভ্র কী বোর্ডের বারে গিয়ে সেটিংস দেখতে হবে। সেখানে দেখুন লেখা আছে output as ansi । এই ছবি ২-র মতো। ক্লিক করুন। একটি নতুন জানালা খুলবে। জিজ্ঞেস করবে আপনি আনসি ব্যবহার করতে চাইছেন কি না।
ছবি ২ |
আপনি ছবি ৩-এ দেখাবার মতো করে use ansi anyway-তে ক্লিক করে বেরিয়ে আসুন।
ছবি ৩ |
এবারে ফটোশপ গিয়ে কালপুরুষ আনসি এবং সিয়াম রুপালি আনসি খুঁজে বের করুন। ছবি ৪এ যেভাবে দেখাচ্ছে।
ছবি ৪ |
যে কোনো একটি ব্যবহার করুন। এবং লিখতে থাকুন। আপনার কাছ না থাকলে এখান থেকে ফন্ট দুটি নামিয়ে আনুন। আপনি বাংলাপেডিয়া ফণ্টও নামাতে পারেন। বিজয়ের সব না হলেও অনেক ফন্টই কাজ করবে। নামিয়ে নিন। একই পদ্ধতিতে আপনি পেজমেকারেও বাংলা লিখতে পারেন। ছাপাখানাতে এর পরে অভ্রকে জনপ্রিয় করে তুলতেই পারেন। ছবি ৫ দেখুন
ছবি ৫ |
তবে আপনি যদি ছবি সম্পাদনা এবং তৈরির জন্যে মুক্ত উৎসের জিম্প বা জি আই এম পি ব্যবহার করেন, তবে সেসব কোনো ঝামেলাই নেই। বেনসেন, আদর্শলিপি ইত্যাদি অভ্র কী বোর্ডের যেকোনো ফণ্ট ব্যবহার করেই দিব্বিই ইচ্ছে খুশি মতো বাংলা লিখতে পারেন। জিম্প ফটোশপেরই মতো, কিন্তু খানিক সহজও। ছবি ৬ দেখুন
ছবি ৬ |
আপনি এই ভিডিওটিও দরকারে দেখে নিতে পারেন...
No comments:
Post a Comment