আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Monday, 8 June 2009

বিশ শতকের বাংলা গদ্য যারা শাসন করেছেন

 
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরের কালের বাংলা কথা সহিত্যে যারা দাপিয়ে বেড়িয়েছেন, তাঁদের অনেকেরই জন্ম শত বর্ষ গেল দেড় দশকে উদযাপিত হয়েছে। এর মধ্যে রয়েছেন,বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০), বিভূতি ভূষণ মুখোপাধ্যায়( ১৮৯৪-১৯৮৭), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ( ১৮৯৮-১৯৭১), শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯-১৯৭০),বনফুল ( ১৮৯৯-১৯৭৯), শৈলজানন্দ মুখোপাধ্যায় (১৯০১-১৯৭৬), মনোজ বসু (১৯০১-১৯৮৭), অচিন্ত্য কুমার সেনগুপ্ত (১৯০৩-১৯৭৬), প্রেমেন্দ্র মিত্র ( ১৯০৪-১৯৮৮), সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪), প্রবোধ কুমার সান্যাল (১৯০৫-১৯৮৩)‌ সতীনাথ ভাদুড়ী (১৯০৬-৬৫), বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪),গজেন্দ্র কুমার মিত্র ( ১৯০৮-১৯৮০), মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬), লীলা মজুমদার ( ১৯০৮-২০০৭),আশাপূর্ণা দেবী (১৯০৯-১৯৯৫) এবং আরো কারো কারো মধ্যে সুবোধ ঘোষ (১৯০৯-১৯৮০)


By our Staff Reporter
GUWAHATI, June 2: The Tripura government will be organizing the Brahmaputra- Barak- Ganga- Gomti Maitri Aru Matribhasha Utsav at Shilpagram, Guwahati from June 6. The two-day Utsav will start with a poets' meet which will be inaugurated by Annadacharan Bhagawati.  Minister of Information, Culture, Tourism and Higher Education, Government of Tripura, Anil Sarkar will be the chairperson of the poets' meet. Kanak Sen Deka, ex- President of Asom Sahitya Sabha, will be the chief guest and Dr. Indira Goswami will be a special guest. ( NEws Clips from Sentinel, Guwahati)

No comments: