‘দুশ বছরের বাংলা প্রবন্ধসাহিত্য’ বইতে মুসলমানদের উপেক্ষা করা নিয়ে অশ্রু কুমারের খেদ ।
‘দুশ বছরের বাংলা প্রবন্ধসাহিত্য , প্রথম খণ্ড’ নামে সম্প্রতি সাহিত্য একাদেমি থেকে একটি বই বেরিয়েছে । ১৬০ টাকা দাম ।সম্পাদনা করেছেন অলোক রায় , পবিত্র সরকার ও অভ্র ঘোষ । 'দেশ' কাগজের ১৭ নভেম্বর,২০০৮ সংখ্যাতে অশ্রু কুমার সিকদার এর এক সমালোচনা লিখেছেন । শ্রী সিকদার বাংলা সাহিত্যের সুপরিচিত ঐতিহাসিক, সমালোচক ও তাত্বিক । বইটির সম্পাদকত্রয় এবং সমালোচক সব্বাই 'বামপন্থী' বলে পরিচিত। এই সমালোচনাতে শ্রী সিকদার এক জায়গায় মূল্যবান এক মন্তব্য করেছেন। সাধারণত বাংলা সাহিত্যের সমালোচকেরা এমন অপ্রিয় মন্তব্য করবার থেকে আত্মরক্ষা করে থাকেন । তিনি লিখেছেন ঃ " . . .ইসলাম ধর্মাবলম্বী বাঙালি লেখকদের এই সংকলনে কার্যত অনুপস্থিতি আমাকে পীড়িত করেছে । একমাত্র মীর মশারফ হোসেনকে পেলাম আমরা, সেক্ষেত্রে পেলাম তাঁর এপিক-উপন্যাস 'বিষাদসিন্ধু'-র একটি অংশকে প্রবন্ধ হিসেবে।এখনও যদি যাঁরা 'অপর' বলে উপেক্ষিত, তাঁদের চিন্তা চেতনার নজির তুলে ধরা না হয়, তবে আর কবে হবে ? বাংলা গদ্যসাহিত্যের প্রচলিত ইতিহাসের পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার উদ্যোগ নেবেন, তেমনই প্রত্যাশা ছিল তিন প্রগতিশীল ভাবুক সম্পাদকের কাছে। ইংরেজ শাসনের ফলে পাশ্চাত্য সভ্যতার সাংস্রবে এসে বাংলায় যে-উনিশ শতকীয় নবজাগরণ ঘটেছিল তার সুফল বাঙালি হিন্দুরা গ্রহণ করেছিল । নানা ঐতিহাসিক কারণে বাঙালি মুসলমান সমাজ তার সুফল সুফল থেকে নিজেদের বঞ্চিত করেছিল । সেই অসম বিকাশের মারাত্মক পরিণাম আজও প্রকট । ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের কণ্ঠস্বর আমরা বিলম্বে শুনেছি । কিন্তু যাঁরা নানা প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলা ভাষায় নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন তাঁদের কথা পাঠকের সামনে তুলে ধরলে ভালো হত।যেমন রেয়াজুদ্দীন আহমদ মাশহাদির মতো লেখকদের কথা ।‘সুধাকর’, ‘মিহির’, ‘মিহির ও সুধাকর’, ‘কোহিনূর’, ‘নবনূর’ ইত্যাদি পত্রিকার পৃষ্ঠা ওল্টালে আরও দু’চারজন চিন্তাশীল লেখকের দেখা মিলত । অন্যদিকে আমি সম্পাদকের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের দু’টি প্রবন্ধকে সংকলনে জায়গা দেওয়ায়।”---
অশ্রু কুমার শিকদারকে বছর তিন আগে রবীন্দ্র ভারতী বিস্ববিদ্যালয়ে ‘ বিশ শতকের বাংলা কথা সহিত্য বিষয়ে ‘পুণর্বিন্যাস’ পাঠক্রমে গিয়ে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তিনি এসছিলেন পাঠক্রমের উদ্বোধন করবেন বলে। তখনই তিনি বেশ বৃদ্ধ । বোধ হয় জীবন সায়াহ্নে পৌঁছে তাঁর এই মৌলিক বোধদয় হয়েছে। নইলে তাঁর লেখা বাংলা সহিত্যের ইতিহাস বইতেও সাম্প্রদায়িক সুর আমাকে এতোদিন ব্যথিত রেখেছিল । সাহিত্যের সাম্প্রদায়িকতাতে ‘বামপন্থী’রাও কম যায় না ।
No comments:
Post a Comment