রবীন্দ্রনাথ যেমনটি বলেছেন,আমারো এই দীক্ষাঃ স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই আজকের দিনের প্রধান শিক্ষা !
আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:
*******************************************************************************************************
Sunday, 18 October 2009
An Interview with the Poet Anshuman Kar
আমি অনেক দিন ধরেই লিখছিলাম কলকাতার সাহিত্য অঙ্গন এক ক্ষমতার কেন্দ্র হিসেবে কাজ করে। এই সত্যকেই স্বীকার করছেন বাংলা একাদেমি পুরস্কার ও কৃত্তিবাস পুরস্কার পাওয়া কবি অংশুমান কর । শুভপ্রসাদ নন্দীমজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন তেমন কিছু কথা । প্রথমাংশ বেরিয়েছে ১৮-১০-০৯এ ।দ্বিতীয় অংশ বেরুলো ২৫-১০-০৯এর সাময়িক প্রসঙ্গে। এই দ্বিতীয় অংশে আমার মতে উল্লেখযোগ্য কোনো কথা নেই। তিনি লেখকদের মধ্যে প্রগতিশীল-প্রতিক্রিয়াশীল বিভাজন স্বীকার করেছেন। আমার মতে এগুলো নিরর্থক। তিনি নিজেই সিপিএমের মতো এক প্রতিক্রিয়াশীল দলের কর্মী। পুরো লেখা পড়তে ছবিটি টিপে পিকাসাতে চলে যান। বড় করুন আর পড়ুন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment